WelCome to Agrogati Computer

৩৭।অসহায় ও দরিদ্র শিশু কিশোর-কিশোরী এতিম অনাথ বৃদ্ধ-বৃদ্ধা, বেকার, পঙ্গু মুক্তিযোদ্ধা ও প্রতিবদ্ধীদের দৈহিক উন্নতি বিকাশের জন্য ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিনোদন মূক কার্যক্রম প্রবর্তন করা।

৩৮। মৎস্যচাষ, হাঁস-মুরগী, গবাদী পশু পালন, খামার স্থাপন সহ মজা পুকুর লীজ/ইজারা নেয়া ও পুনঃখনন করে চাষাবাদ করার ব্যবস্থা করা।

৩৯। ফাউন্ডেশনের কার্যক্রমের জন্য স্থাবর সম্পত্তি ক্রয় করা এবং সরকারের নিকট হতে ভূমি এ্যাকোয়ারের ব্যবস্থা করা এবং সরকারের নীতির আলোকে আইনগত ও বিধিগত আদেশে অনুমোদনে সকল সমাজ উন্নয়ন কল্যাণ কর কার্যক্রমের বাস্তবায়ন করা।

৪০। সংস্থার অধীনে মহিলাদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা।

৪১। ফাউন্ডেশনের অধীনে মেডিকেল টেকনিশিয়ান কেন্দ্র, নাসিং ইনসস্টিটিউট, বায়োমেডিকেল গবেষণাগার, HIV, AID’S, CANCER এবং জটিল রোগের গবেষণাগার, কম্পিউটার স্কুল ভকেশনাল ট্রেনিং ইনিস্টিটিউট একক ভাবে অথবা দেশী-বিদেশী  সংস্থার সাথে যৌথ ভাবে বাংলাদেশে স্থাপনের ব্যাপারে সরকারের নীতির আলোকে আইনগত ও বিধিগত আদেশের মাধ্যমে প্রকল্পের বাসত্মবায়ন করা।

  1. সংস্থার সম্পদ ও তহবিলঃ

ফাউন্ডেশনটি উদ্দেশ্যাবলী বাসত্মবায়নের জন্য সোসাইটির সম্পদ বিভিন্ন ব্যক্তি, সরকারি ও বেসরকারি সংস্থার নিকট হইতে নিয়মিত চাঁদা, এককালীন দান, মঞ্জুর প্রভৃতির মাধ্যমে প্রয়োজনীয় তহবিল গঠন করা হইবে।

  1. অবসায়নঃ

ফাউন্ডেশনটি অবসায়ন করতে হলে উহার সাধারণ সভায় উপস্থিত সদস্যদের ৩/৫ (তিন-পঞ্চমাংশ) সদস্যগণের সম্মতিতে এ ফাউন্ডেশনটি অবসায়ন হতে পারবে। ফাউন্ডেশনটি যাবতীয় ঋণ পরিশোধ করবার পর যদি কোন তহবিল বা সম্পতি অবশিষ্ট থাকে তবে তা এই ফাউন্ডেশনটির উদ্দেশ্যে ও লক্ষ্যের অনুরূপ কোন সংস্থার নিকট হসত্মামত্মর করতে হবে। উহার কোন সম্পদ বা আয়উপার্জন কোনক্রমেই সদস্যদের মধ্যে লাভ বা বোনাস আকারেবণ্টন করা যাবে না। উহাতে বিরোধ দেখা দিলে উক্ত কাজে এখতিয়ার ভূক্ত আদালতের রায় চূড়ামত্ম বলে গণ্য হবে।