About KUFACT
কাছাব উদ্দিন ফাউন্ডেশন
এর
সংঘ স্মারক
ক)ফাউন্ডেশনের নাম: কাছাব উদ্দিন ফাউন্ডেশন।
খ) (১) ফাউন্ডেশনের রেজিষ্টার্ড কার্যালয়ঃ ৫৩, কাজিরবাগ, গোলাপবাগ, ঢাকা, বাংলাদেশ।
গ) ফাউন্ডেশনের কার্যএলাকাঃ সরকারের অনুমোদন সাপেক্ষে সমগ্র বাংলাদেশ এবং সারা বিশ্বব্যাপী ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করিতে পারিবে।
ঘ)ফাউন্ডেশনের ধরন: (২) ইহা অলাভজনক, অরাজনৈতিক, বেসরকারী স্বেচ্ছীসেবী অ-বাণিজ্যিক ও দাতব্য প্রতিষ্ঠান।
ঙ)ফাউন্ডেশনের উদ্দেশ্যাবলীঃ এই ফাউন্ডেশন নিম্নলিখিত সকল অথবা যে কোন একটি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করা হইল। উল্লেখ্য যে, বিভিন্ন উপদফায় বর্নিত উদ্দেশ্যাবলী পরস্পরের পরিপূরক এবং একটি উপদফা অপর যে কোন একটি বা একটির অধিক উপদফায় বর্নিত উদ্দেশ্যাবলীককোনক্রমেই ব্যাহত বা সীমিত করিবে না । নিম্ন বর্নিত সকল উদ্দেশ্যাবলী বাস্তবায়নের পূর্বে সরকার/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপযুক্ত কর্তৃপক্ষেও অনুমতি গ্রহনের পর ফাউন্ডেশনের কার্য্যক্রম আরম্ভ করা যাইবে এবং ফাউন্ডেশনের রেজিষ্ট্রেশন এ্যাক্ট এর ২০ ধারার বিধানের পরিপন্থী উদ্দেশ্যাবলী অকার্যকর বলিয়া গণ্য হইবে।