WelCome to Agrogati Computer

কাছাব উদ্দিন ফাউন্ডেশন

এর

সংঘ স্মারক

ক)ফাউন্ডেশনের নাম: কাছাব উদ্দিন ফাউন্ডেশন।

খ) (১) ফাউন্ডেশনের রেজিষ্টার্ড কার্যালয়ঃ ৫৩, কাজিরবাগ, গোলাপবাগ, ঢাকা, বাংলাদেশ।
গ)ফাউন্ডেশনের কার্যএলাকাঃ সরকারের অনুমোদন সাপেক্ষে সমগ্র বাংলাদেশ এবং সারা বিশ্বব্যাপী ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করিতে পারিবে।

ঘ) ফাউন্ডেশনের ধরন: (২) ইহা অলাভজনক, অরাজনৈতিক, বেসরকারী স্বেচ্ছীসেবী অ-বাণিজ্যিক ও দাতব্য প্রতিষ্ঠান।
ঙ)  ফাউন্ডেশনের উদ্দেশ্যাবলীঃ এই ফাউন্ডেশন নিম্নলিখিত সকল অথবা যে কোন একটি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করা হইল। উল্লেখ্য যে, বিভিন্ন উপদফায় বর্নিত উদ্দেশ্যাবলী পরস্পরের পরিপূরক এবং একটি উপদফা অপর যে কোন একটি বা একটির অধিক উপদফায় বর্নিত উদ্দেশ্যাবলীককোনক্রমেই ব্যাহত বা সীমিত করিবে না । নিম্ন বর্নিত সকল উদ্দেশ্যাবলী বাস্তবায়নের পূর্বে সরকার/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপযুক্ত কর্তৃপক্ষেও অনুমতি গ্রহনের পর ফাউন্ডেশনের কার্য্যক্রম আরম্ভ করা যাইবে এবং ফাউন্ডেশনের রেজিষ্ট্রেশন এ্যাক্ট এর ২০ ধারার বিধানের পরিপন্থী উদ্দেশ্যাবলী অকার্যকর বলিয়া গণ্য হইবে।

১।সামাজিম কুপ্রথা দূরীকরণার্থে, সন্ত্রাস মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সভা, সেমিনার জনসংযোগ ও প্রকাশনার মাধ্যমে গণমানুষের সক্রিয় অংশগ্রহন উদ্ধুদ্ধকরণ এবং সম্ভাব্য ক্ষেত্রে সহায়তা দান করা।

২।প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙ্গন মোকাবেলা এবং ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন কল্পে যুবকদেও আর্থ
সামাজিক কার্যক্রমে অংশ গ্রহন করা।

৩।অসহায় যুবক, শ্রমিক ও ভূমিহীনদের জন্য খাস জমি অধিগ্রহনের প্রক্রিয়ায় আইনগত সহায়তা প্রদানের পাশাপাশি অনুরুপ সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নয়ন সহ সকল সম্ভাব্য সহায়তা প্রদান করা।

৪।প্রচলিত ও উন্নত প্রযুক্তির গবেষণা, ব্যবহার ও যথাযথ প্রয়োগের দ্বারা কৃষি, বন, মৎস ও পশু সম্পদের উন্নয়ন সাধন করা।

৫। শিক্ষিত স্বল্প শিক্ষিত বেকার যুব যুবা নারী পুরুষকে কর্মমুখী  করে গড়ে তোলার লক্ষ্যে কম্পিউটার, দর্জি বিজ্ঞান, গার্মেন্ট, ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স, মটর ড্রাইভিং, অটোমোবাইলস, আমিনশীপ ব্লক বাটিক, স্ক্রিন প্রিন্ট এবং আর্ট শিল্প সহ সকল ভেকেশনাল প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা ।

   Next

Our Services

  • Diploma in Graphics Design...
  • Diploma in Multimedia ...
  • Graduate Diploma in Computer Science ...
  • Master Taloring /Garments...
  • Agro Based Self Employment Program...
   See More