WelCome to Agrogati Computer
৬। ভূমিহীন যুবক ও শ্রমিকদের গ্রাম ও শহরে প্রচলিত কুটিরুহস্তলিল্পের সংরক্ষণম আধুনিকীকরণ ও উন্নয়নের মাধ্যমে পেশাভিত্তিক জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা।
৭। সংস্থার বাস্তবায়তিক কর্মসূচচী সম্প্রসারণ, নতুন নতুন কর্মসূচী গ্রহন এবং স্বনির্ভরতার প্রয়োজনে সরকারী/ বেসরকারী/দাতা সংস্থা/ঋণ দানকরী প্রতিষ্ঠান বা সংস্থার সাথে যৌথ প্রকল্প গ্রহণ/চুক্তি সম্পাদন/অনুদান বা ঋণ গ্রহণের মাধ্যমে স্বল্প বা দীর্ঘ মেয়াদী প্রকল্প বাস্তবায়ন ও লক্ষ্য অর্জন করা।
৮। জনসংখ্যা নিয়ন্ত্রণ: সম্পদের সীমাবদ্ধতার মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণকল্পে এই প্রতিষ্ঠান যে কোন কর্মসূচী গ্রহণ ও পরিচালনা করা।
৯। এই ফাউন্ডেশনটি শন্তি প্রতিষ্ঠায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য সম্পূর্নভাবে কল্যাণ ও উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করতে পারিবে।
১০।ফাউন্ডেশনের উদ্দেশ্য হবে বিশ্বব্যাপী শান্তি, শিক্ষা, সাহিত্য, শিল্প, সাংস্কৃতি, বিকাশের লক্ষ্যে প্রকল্পের মাধ্যমে কল্যাণকর পদক্ষেপ গ্রহণ করবে।
১১। এই প্রতিষ্ঠানটি সকল মানুষের সুখ ও সমৃদ্ধি কামনায় এই সংহঠন বিশ্বব্যাপী মানব সেবায় নিবেদিত থাকবে। প্রাকৃতিক দুযোগ, সামাজিক, মানবিক সকল নিপীড়ন, নির্যাতন ও অশান্তিতে বিশ্বব্যাপী মানবিক আহবানে এই ফাউন্ডেশন বলিষ্ঠ ভূমিকা রাখবে।
১২। বেকরারত্ব দূরীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃক নির্বাচিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা।
১৩। ফাউন্ডেশনের সদস্যরা বিশ্বব্যাপী পরস্পরের প্রতি সহানুভূতি, সৌহার্দ, ভ্রাতৃত্ববোধ ও মানবসেবার মনোভাব বৃদ্ধি করবে। পৃথিবীর যে কোন দেশের শান্তি উদ্যোগে এ ফাউন্ডেশন, অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে পৃথিবীর যে কোন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, ব্যক্তি থেকে অনুদান গ্রহণ প্রয়োজনে প্রদানও করতে পারবে।
১৪।ফাউন্ডেশনের সদস্যরা বিভিন্ন দেশের মানবতাবাদী স্বেচ্ছাসেবী যে কোন সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণার্থে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিদেশে অংশ গ্রহণ করতে পারবে এবং বাংলাদেশের সংগঠনের পক্ষ থেকে বিদেশী স্বেচ্ছীসেবকদের বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে আমন্ত্রণ জানাতে পারবে।
১৫। সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে যুবকদের স্বেচ্ছায় অংশ গ্রহণের মনোবৃত্তি গড়ে তোলার লক্ষ্যে যুব সম্প্রদায়ের ব্যাপকভাবে উৎসাহিত করা। সমাজে অসুবিধাপ্রাপ্ত লোকদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তে এবং প্রযুক্তি বিজ্ঞান ভিত্তিক শিক্ষার অবকাঠামো তৈরী করা হবে।