WelCome to Agrogati Computer

১৬।  প্রাথমিক চিকিৎসা, আনুসঙ্গিক রোগ সমূহ, রক্তচাপও বহুমূত্র, সংক্রামক ব্যাধি সমূহের প্রতিরোধ ও প্রতিষেধক সংক্রান্ত নীতি নির্বাচন বাস্তবায়ন করা । উচ্চ শিক্ষিত ডাক্তার দ্বারা বেকার যুবক ও যুবাদের পল্লী চিকিৎসায় গড়ে তোলার লক্ষ্যে এলাপ্যাথিক/হোমিও/আয়ুর্বেদিক চিকিৎসা স্বাস্থ্যেও প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই সংস্থার প্রকল্প ও জনকল্যাণমূখী কার্যক্রম সমূহের বিস্তার লাভের সাথে সাথে সুশৃঙ্গল ভাবে পরিচালনার স্বার্থে  বাংলাদেশের বিভিন্ন এলাকায় একাধিক শাখা, অফিস বা কার্যালয় স্থাপন করা।

১৭।   জনগনের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে জ্ঞান দান করার জন্যে সভা, সেমিনার ও ওয়ার্কসপের ব্যবস্থা করে গ্রামে গ্রামে ঘুওে নারী পুরুষ সবাইকে সুখী সংসার গড়ার জন্য সময়োপযোগী পরস্পরের শর্তবিহীন সাহায্য ও সহযোগীতা প্রদান করা ।

১৮। দেশের বৃহত্তম স্বার্থে ভ্রাম্যমান চক্ষু শিবির, চশমা বিতরণ প্রকল্প গ্রহণ এবং আলোচনা সভা ও সেমিনারের মাধ্যমে জনগনের সেবা করার ব্যবস্থা গ্রহণ করা। কৃষ্টি, কালচার ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদি, ক্রীড়া ও স্বাস্থ্য গঠন মূলক কার্যক্রম গ্রহণের ব্যবস্থা থাকবে।

১৯। অবসর প্রাপ্ত বৃদ্ধ-বৃদ্ধা ব্যাধিগ্রস্থ ব্যক্তিদের পূর্নবাসন এবং মনোবিজ্ঞানের জন্যে বিভন্ন পদক্ষেপ গ্রহণ করা। বর্তমানে দেশের তরুন সমাজকে অবক্ষয়ের গতিরোধের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা।

২০।  জাতি ও সমাজ গঠনে এবং বেকার ছেলে-মেয়েদেও কর্মসংস্থানের লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের আওতাধীন ও পরিচালনার প্রশিক্ষণ একাডেমী খোলা হবে। নিরক্ষতা দূরীকরণের অভিযানে শিক্ষা, বয়স্ক শিক্ষা, বৃত্তিমূলক ও প্রযুক্তি জ্ঞান অর্জনমূলক শিক্ষা, নৈতিক শিক্ষা স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা করা।

২১।   যুব সমাজের অবক্ষয় রোধ, মাদক বিরোধী কার্যক্রম তথা ধুমপান নিরাময় ব্যাপক প্রচার চালিয়ে সমাজ বিরোধী অপরাধ মূলক কার্যকলাপ রোধে যুব সম্প্রদায়কে বিশেষ ধরণের মানবিক ও নৈতিক উন্নয়নমূক প্রশিক্ষণ দিয়ে সচেতন করে তোলা।

২২।  শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে স্কুল, কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সাহায্য সহযোগিতা করা এবং গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান করা।

২৩।  এই প্রতিষ্ঠান প্রত্যেকটি বিষয় বস্ত্তও উপর ব্যবহারিক শিক্ষা প্রদানের জন্য উন্মুক্ত শিক্ষা প্রশিক্ষন গ্রহণের জন্য বিদেশে গমনের ব্যবস্থা থাকবে।

২৪।   গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তে এবং প্রযুক্ত বিজ্ঞান ভিত্তিক শিক্ষার অবকাঠামো তৈরী করা হবে।

২৫।  এই প্রতিষ্ঠান অর্থনৈতিক শক্তি অর্জনের লক্ষ্যে যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যাংক ও দেশী, বিদেশী দাতা সংস্থা থেকে দান-অনুদান ঋণ গ্রহণ করতে পারবে। বিদেশী সাহায্য গ্রহণের ক্ষেত্রে ফরেন ডোনেশন (ভোলেন্টরী এ্যাকটিভিজির) রেগুলেশন অর্ডিন্যান্স  ১৯৭৮ মেনে চলা হবে।

 

   Next

Our Services

  • Diploma in Graphics Design...
  • Diploma in Multimedia ...
  • Graduate Diploma in Computer Science ...
  • Master Taloring /Garments...
  • Agro Based Self Employment Program...
   See More