WelCome to Agrogati Computer

২৬। এই প্রতিষ্ঠানের ও দেশের উন্নয়নের সঠিক তথ্য ও কার্যক্রম প্রকাশের লক্ষ্যে সরকারী বিধি মোতাবেক পত্রিকা, বুলেটিন, ম্যাগাজিন, সংবাদ চিত্র, ভিডিও, ডকুমেন্টরী ফিল্ম প্রকাশ ও প্রদানের ব্যবস্থা করা।

২৭। এই ফাউন্ডেশনটি বিদেশী ইউনিভার্সিটি সমূহের সাথে দ্বিপাক্ষিক চুক্তি ভিত্তিক উন্নতর প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে পারবে এবং উচ্চতর প্রকিশক্ষণের জন্য বিদেশে গমনের ব্যবস্থা থাকবে।

২৮।  সকল অভাবগ্রস্থা অসহায়, দরিদ্র জনগনকে সম্ভাব্য  শর্তবিহীন সাহায্য ও সহযোগিতা প্রদান । অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান সহ মৌলিক চাহিদা পুরনে চেষ্টা করা। নিরক্ষরতা দূরীকরনের  লক্ষ্যে বয়স্ক শিক্ষা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, উপ-আনুষ্ঠানিক শিক্ষাসহ বাংলাদেশ সরকারের ঘোষিত সবার জন্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, পরামর্শ প্রদান ও সহযোগিতা করা।

২৯।  নদী ভাঙ্গনের ফলে ভূমিহীন, দরিদ্র, অসহায়, সস্বলহান, দরিদ্র জনগোষ্ঠীদের পূর্নবাসনের ব্যবস্থা গ্রহণ।

৩০। রোগমুক্ত চারা সৃষ্টির জন্য টিসু কালচার গবেষণাগার স্থাপন করা।

৩১। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বনায়ন কর্মসূচীর মাধ্যমে খাস জমিতে, সরকারী, আধাসরকারী, বেসরকারী স্কুল, কলেজ, রাস্তাঘাট ও বিশেষ করে চর অঞ্চলে অত্র প্রতিষ্ঠানের কার্যক্রম ভূক্ত এলাকায় ব্যাপক বনায়ন কর্মসূচী গ্রহণ করা।

৩২। অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদেও একস্থানে বাসস্থান, সহায়তাদান ও সেবা প্রদান।

৩৩।  প্রাথমিক স্বাস্থ্য পরিচর্চা, মা শিশু স্বাস্থ্য যত্ন, পরিবার পরিকল্পনা, রোগ প্রতিষেধক (যেমন- EPI), পুষ্টি সম্পর্কে শিক্ষাদান, স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণ, ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে সেবা প্রদান, বিনামূল্যে/সরবরাহ করা। দেশের প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ ও আর্সেনিকমুক্ত পানি সরবরাহের লক্ষ্যে নলকুপ সরবরাহ ও জনস্বাস্থ্য রক্ষার জন্য সেনিটেশন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করা।

৩৪।  গলগন্ড রোগ প্রতিরোধের জন্য আয়োডিন যুক্ত লবন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা। এইডস্ রোগ সম্পর্কে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টি, এইডস রোগীদের সনাক্তকরনের জন্য পদক্ষেপ গ্রহণ করা।

৩৫।  ফেন্সিডিল, হিরোইন, গাজা, মদ, আফিন ও অন্যান্য নেশা জাতীয় বস্ত্ত বা পানীয় গ্রহণকারীদের প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন প্রচার মুলক কর্মকান্ড পরিচালনা করা। মাদকাসক্ত বা নেশা গ্রস্থদের পুর্নবাসনের ব্যবস্থা করা। তাৎক্ষণিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ভ্রাম্যমান চিকিৎসার ব্যবস্থা করা।

৩৬।    কোন প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্থ এলাকায় সাহায্য প্রদান, ত্রানকার্য পরিচালনা করা। কৃষি বিষয়ে শিক্ষাদান, প্রযুক্তি উন্নয়ন, সেচ ব্যবস্থাপনা ও উৎপাদনে সহায়তা করা।

 

   Next

Our Services

  • Diploma in Graphics Design...
  • Diploma in Multimedia ...
  • Graduate Diploma in Computer Science ...
  • Master Taloring /Garments...
  • Agro Based Self Employment Program...
   See More